Last Updated: Saturday, March 3, 2012, 21:43
"শক্তি প্রদর্শন নয়, প্রতিবাদের মিছিলে" শনিবার রাজারহাটের পথে হাঁটলেন বাম নেতৃত্ব। সঙ্গে ছিল বুধবারের মতোই জনপ্লাবন। প্রতিবাদ মিছিল প্রসঙ্গে বাম নেতৃত্ব বারবার বলছিলেন, শাসক দলের সঙ্গে শক্তি প্রদর্শনের উদ্দেশ্য নিয়ে তাঁরা মাঠে নামছেন না। কিন্তু শনিবার বিকেলে রাজারহাটের মিছিলের চেহারা কিন্তু প্রমাণ করে দিল, সরকারকে চ্যালেঞ্জ করার লক্ষ্যেই পথে নেমেছেন বাম কর্মী সমর্থকেরা।