Last Updated: Monday, April 2, 2012, 11:56
মঙ্গলবার ভঁবরি দেবী হত্যা মামলার বিচারপর্ব শুরু হল যোধপুরের বিশেষ সিবিআই আদালতে। ৩৫ বছরের এই নার্স'কে অপহরণ ও হত্যার চাঞ্চল্যকর মামলার ১৩ জন অভিযুক্তদের তালিকায় রয়েছেন, রাজস্থানের প্রাক্তন জলসম্পদ উন্নয়নমন্ত্রী মহীপাল মদেরনা, রাজ্যের প্রভাবশালী কংগ্রেস বিধায়ক মালখান সিং বিশনই ও তাঁর ভাই পরশরাম বিশনই।