Last Updated: Monday, October 28, 2013, 14:26
পাটনায় ধারাবাহিক বিস্ফোরণের ঘণ্টাখানেক পর বলিউড সিনেমা `রাজ্জো`-র এক অনুষ্ঠানে যোগ দেন স্বরাষ্ট্রমন্ত্রী সুশীল কুমার শিন্ডে। রবিবার সন্ধ্যায় যখন পাটনায় বিস্ফোরণের পর একের পর এক মৃতদেহ বের করে আনা হচ্ছে, তখন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী ব্যস্ত থাকলেন এক পাঁচতারা হোটেল তাঁর গ্রামের ছেলের সিনেমা প্রচারে। মহারাষ্ট্রের যে গ্রামে শিন্জের বাড়ি, সেই গ্রামেরই ছেলে বিকাশ প্যাটেল বলিউডে নতুন সিনেমা তৈরি করলেন।