Last Updated: Thursday, January 10, 2013, 20:26
শুক্রবার থেকে রাজকোটে শুরু হচ্ছে ভারত-ইংল্যান্ড একদিনের সিরিজ। পাকিস্তানের কাছে ওয়ানডে সিরিজ হারের পর ভারতের সামনে এই সিরিজ ঘুরে দাঁড়ানোর। আর ইংল্যান্ডের কাছে সুযোগ টেস্ট সিরিজের পর ওয়ানডে সিরিজেও জিতে ভারতের মাটিতে সাফল্যের বৃত্তটা সম্পূর্ণ করা। এই সিরিজের প্রধান `ইউএসপি` আইসিসি র্যাঙ্কিং। ভারতীয় ক্রিকেটের এই ভরা দুর্দিনেও ধোনির সামনে দারুণ একটা সুযোগ। পাঁচ ম্যাচের এই সিরিজে সব কটা জিততে পারলেই র্যাঙ্কিং তালিকায় দু ধাপ উঠে শীর্ষে চলে যাবে ভারত। অন্যদিকে প্রস্তুতি ম্যাচের হারের ধাক্কা কাটিয়ে সিরিজ জয়ের জন্য প্রস্তুত ইংল্যান্ড। সব মিলিয়ে এই ওয়ানডে সিরিজ জমে যাওয়ার সব প্রেক্ষাপট তৈরি।