Last Updated: Wednesday, May 16, 2012, 19:57
তিন দশকের `সিলসিলা` এবার সংসদের ভেতরেও। রাজ্যসভার সাংসদ হিসেবে রেখা মনোনীত হতেই শুরু হয়েছে বিতর্ক। প্রথমে কাছে বসাকে কেন্দ্র করে আপত্তি জানিয়ে চিঠি দিয়েছিলেন জয়া বচ্চন। এবার রেখার শপথ গ্রহণের সময় ক্যামেরায় বারবার তাঁকে ধরায় ক্ষুব্ধ জয়া।