Last Updated: Sunday, February 17, 2013, 11:09
সরেছেন নেতা। কেড়ে নেওয়া হয়েছে সহকর্মীর মৃত্যুর তদন্তের অধিকার। মুখ্যমন্ত্রীর জোড়া ধাক্কায় তলানিতে কলকাতা পুলিসের মনোবল। নগরপালের দায়িত্ব নিয়ে সেই ড্যামেজ কন্ট্রোলেই উদ্যোগী হলেন সুরজিত কর পুরকায়স্থ। যদিও সেই উদ্যোগে ঝিমিয়ে পড়া বাহিনী ঘুরে দাঁড়াবে কি না, তা নিয়ে সন্দীহান সবপক্ষই। আর এরমধ্যেই সরকারের অস্বস্তি বাড়িয়ে আগামীকাল নিহত পুলিসকর্মীকে বিশেষ শ্রদ্ধা জানানোর উদ্যোগ নিয়েছেন প্রাক্তন অফিসাররা।