Last Updated: Tuesday, March 11, 2014, 14:03
সেজে উঠছে রামলীলা ময়দান। আগামিকাল এখানে যৌথ জনসভা করবেন আন্না হাজারে, মমতা বন্দ্যোপাধ্যায়। সভা মঞ্চে থাকবেন মিঠুন চক্রবর্তীও। আন্না হাজারের সঙ্গে প্রচারে সর্বত্র যেতে পারবেন না তৃণমূলনেত্রী। সেক্ষেত্রে প্রচারে প্রধান মুখ হবেন মিঠুনই।দিল্লির রামলীলা ময়দান জুড়ে এখন চূড়ান্ত ব্যস্ততা। বুধবার এখানেই যৌথ জনসভা করবেন আন্না হাজারে ও মমতা বন্দ্যোপাধ্যায়। এই প্রথম রাজধানীর ঐতিহাসিক রামলীলা ময়দানে সভা করছেন তৃণমূল নেত্রী। যেখানে মূল বক্তা হিসাবে থাকবেন আন্না হাজারে। তবে মমতা বন্দ্যোপাধ্যায়, আন্না হাজারে ছাড়াও সভা মঞ্চে থাকবেন মিঠুন চক্রবর্তী। আন্না হাজারের সঙ্গে দেশের সব জায়গায় প্রচারে যেতে পারবেন না মমতা বন্দ্যোপাধ্যায়। মিঠুন চক্রবর্তীই সেক্ষেত্রে হবেন দলের প্রচারের প্রধান মুখ।