ranganathan - Latest News on ranganathan| Breaking News in Bengali on 24ghanta.com
বাড়বে ডিজেল, রান্নার গ্যাসের দামও

বাড়বে ডিজেল, রান্নার গ্যাসের দামও

Last Updated: Saturday, May 26, 2012, 16:03

পেট্রোলের পর এবার বাড়তে চলেছে ডিজেল ও রান্নার গ্যাসের দাম। প্রধানমন্ত্রীর আর্থিক উপদেষ্টা পরিষদের প্রধান সি রঙ্গরাজনের বক্তব্যে তারই ইঙ্গিত মিলেছে। তাঁর মন্তব্য, বিদেশি বিনিয়োগকারীদের সদর্থক বার্তা দিতে কয়েকমাসের মধ্যে ডিজেল ও রান্নার গ্যাসের দামের পুনর্বিন্যাস করা দরকার।