Last Updated: Wednesday, November 23, 2011, 23:06
বারোই ডিসেম্বর গণপদত্যাগের হুমকি দিলেন রেশন ডিলাররা। খাদ্যভবনের সামনে অনশনেও বসবেন তাঁরা। চোদ্দই নভেম্বর ছয় দফা দাবি নিয়ে রাজ্যসরকারকে চরমপত্র দিয়েছে রাজ্যের রেশন ডিলার, ডিস্ট্রিবিউটার হোলসেলার, কেরোসিন ডিলারদের যৌথ সংগঠন জয়েন্ট ফোরাম।