raul castro - Latest News on raul castro| Breaking News in Bengali on 24ghanta.com
মার্কিনি বাণিজ্যিক নিষেধাজ্ঞার ওঠাতে ফের রাষ্ট্রসংঘে আবেদন জানাতে চলেছে কিউবা

মার্কিনি বাণিজ্যিক নিষেধাজ্ঞার ওঠাতে ফের রাষ্ট্রসংঘে আবেদন জানাতে চলেছে কিউবা

Last Updated: Friday, October 25, 2013, 13:20

মার্কিন যুক্তরাষ্ট্রের চাপিয়ে দেওয়া বাণিজ্যিক নিষেধাজ্ঞা ওঠাতে ফের রাষ্ট্রসংঘে আবেদন জানাতে চলেছে কিউবা। নিষেধাজ্ঞা উঠলে রফতানির হাত ধরে বাড়তি লাভের আশা দেখছে কিউবার মানুষ। সেজন্যই গত বাইশ বছর ধরে মার্কিনি ফতোয়ার বিরুদ্ধে বার বার সরব হয়েছে লাতিন আমেরিকার ওই ছোট্ট দ্বীপরাষ্ট্রটি। তবে বরাবারই নিজেদের অবস্থানে অনড় থেকেছে ওয়াশিংটন।