Last Updated: Thursday, March 22, 2012, 13:33
লোকসভায় দীনেশ ত্রিবেদীর রেলবাজেট পেশের দিনই নন্দীগ্রামে কৃষক দিবসের মঞ্চে দাঁড়িয়ে বর্ধিত ভাড়া প্রত্যাহারের কথা ঘোষণা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন রেল বাজেটের জবাবি ভাষণে তৃণমূল নেত্রীর সেই নির্দেশই শিরোধার্য করলেন অপসারিত দীনেশের উত্তরসূরী মুকুল রায়।