Last Updated: Tuesday, April 17, 2012, 22:25
রিজেন্ট পার্কের ঘটনায় খুনের তত্ত্ব খারিজ হয়ে গেল তদন্ত শুরুর দ্বিতীয়
দিনেই। ম্যুর এভিনিউর বসু পরিবারের সদস্যদের কেউ আত্মঘাতী হননি বলেও কার্যত
নিসংশয় হয়েছেন গোয়েন্দারা। ময়নাতদন্তের মৌখিক রিপোর্ট অনুযায়ী ৫ জনেরই
মৃত্যু হয়েছে আগুন লাগার ফলে কার্বন মনোঅক্সাইড গ্যাসের বিষক্রিয়ায়।