Last Updated: Saturday, January 4, 2014, 22:22
ব্রিগেডে মোদীর সভায় লোক টানতে অভিনব উদ্যোগ নিল রাজ্য বিজেপি। অন লাইন রেজিস্ট্রেশনের মাধ্যমে মোদীর সভায় ঠাসা ভিড় নিশ্চিত করতে চায় তারা। এই কাজে রাজ্যের ছাত্র ও যুব সম্প্রদায়ের ওপরেই সবথেকে বেশি জোর দিচ্ছে বিজেপি। পাঁচই ফেব্রুয়ারি ব্রিগেডে বিজেপির সমাবেশ। সেখানে বক্তব্য রাখবেন দলের প্রধানমন্ত্রী পদপ্রার্থী নরেন্দ্র মোদী। মোদীর জনসভায় ভিড় বাড়াতে চেষ্টার ত্রুটি রাখছে না রাজ্য বিজেপি। পশ্চিমবঙ্গে বিজেপির সংগঠনের যা হাল, তাতে শুধুমাত্র সাধারণ কর্মকর্তা ও দলীয় কর্মীদের ভরসায় মাঠ কতটা ভরানো যাবে, তা নিয়ে রাজ্য নেতাদের মধ্যেই সংশয় রয়েছে। তাই মোদীর সভায় ভিড় নিশ্চিত করতে অন লাইন রেজিস্ট্রেশনের রাস্তায় হাঁটছে দল।