Last Updated: Saturday, February 23, 2013, 08:52
রাজ্যের তিন বিধানসভা কেন্দ্রে আজ উপ-নির্বাচন। সকাল আটটা থেকে শুরু হয়েছে ভোটগ্রহণ। চলবে বিকেল পাঁচটা পর্যন্ত। মালদার ইংরেজবাজার এবং মুর্শিদাবাদের রেজিনগর, এই দুই কেন্দ্রে ভাগ্য নির্ধারণ হবে কংগ্রেসের দলত্যাগী বিধায়ক, রাজ্যের মন্ত্রী কৃষ্ণেন্দুনারায়ণ চৌধুরী এবং হুমায়ুন কবীরের। এই দুটি আসন এবং রাষ্ট্রপতি-পুত্র অভিজিত্ মুখার্জির ছেড়ে যাওয়া বীরভূমের নলহাটি আসনটি কংগ্রেসের দখলে থাকে কিনা, তার দিকেও তাকিয়ে অনেকেই।