Last Updated: Friday, March 7, 2014, 23:25
রোবট বললেই অতিকায় কোনও যন্ত্র, এমনটা ভাবার দিন শেষ হতে চলল। এক্কেবারে হ্যান্ডি রোবট আমাদের ঘরে ঘরে এল বলে! এমন সব পুঁচকে রোবট যা জুতোসেলাই থেকে চন্ডীপাঠ পর্যন্ত করে দেবে আপনার জন্য। ডোরবেল বাজলে দরজা খোলা থেকে অনলাইন শপিং-এর গিফট Wrapping, সব কাজই করে দেবে এক ঝাঁক খুদে রোবট। আপনার হাতে থাকবে শুধু রিমোট কন্ট্রোল। যার নাম, সোয়ার্ম।