reply banerjee - Latest News on reply banerjee| Breaking News in Bengali on 24ghanta.com
কংগ্রেসকে চরমসীমা তৃণমূলের

কংগ্রেসকে চরমসীমা তৃণমূলের

Last Updated: Sunday, March 18, 2012, 13:06

রেলমন্ত্রীর ইস্তফা বিতর্কে ইউপিএ ও জোটশরিক তৃণমূল কংগ্রেসের স্নায়ুযুদ্ধ তুঙ্গে। তৃণমূলের পক্ষ থেকে কেন্দ্রীয় সরকারের উপর চাপ বাড়িয়ে রেলমন্ত্রীকে অপসারণের জন্য সোমবার দুপুর পর্যন্ত চরমসীমা দেওয়া হয়েছে। অন্যথায় জোট ছাড়ার পথেই হাঁটবে তৃণমূল। রবিবার তৃণমূল কংগ্রেস সূত্রে এই খবর মিলেছে।