Last Updated: Friday, December 27, 2013, 09:38
জলপাইগুড়ির পাহাড়পুরে সাইকেল বোমা বিস্ফোরণে এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে পাঁচ জনের। আহত অন্তত ন`জন। তাঁদের মধ্যে আট জনের অবস্থা আশঙ্কাজনক। গত কাল সন্ধ্যা সাতটা নাগাদ বিস্ফোরণে কেঁপে ওঠে পাহাড়পুরের বাজরাপাড়া সেতু। কালই ছিল কেএলও-র শহিদ দিবস। কড়া পুলিসি নজরদারি সত্ত্বেও কী করে এই বিস্ফোরণ ঘটল তা নিয়ে প্রশ্ন উঠেছে।