Last Updated: Monday, June 24, 2013, 10:36
ধস ও বন্যায় বিপর্যস্ত উত্তরাখণ্ডে ফের ঘনাচ্ছে দুর্যোগের মেঘ। আগামি আটচল্লিশ ঘণ্টায় আবারও বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। এতেই এখন ঘুম ছুটেছে প্রশাসনের। কেদারনাথছে বিস্তীর্ণ এলাকাজুড়ে সেনাবাহিনীকে দিয়ে চিরুণী তল্লাসির সিদ্ধান্ত নিয়েছে উত্তরাখণ্ড সরকার। তবে বৃষ্টির সম্ভাবনা পর্যটকদের উদ্ধারকাজে বাধা হয়ে উঠতে পারে।