reshuffle in state c - Latest News on reshuffle in state c| Breaking News in Bengali on 24ghanta.com
রাজ্য মন্ত্রিসভায় রদবদল, নতুন মুখের সম্ভাবনা প্রবল

রাজ্য মন্ত্রিসভায় রদবদল, নতুন মুখের সম্ভাবনা প্রবল

Last Updated: Monday, November 19, 2012, 16:40

রাজ্য মন্ত্রিসভার নতুন মুখ হতে পারেন কারা? এখনও কাটাছেঁড়া চলছে। চলছে গবেষণাও। কংগ্রেসের ভাঙনকে উত্‍‍সাহিত করতে সদ্য তৃণমূল কংগ্রেসে যোগ দিতে যাওয়া কৃষ্ণেন্দু চৌধুরী এবং হুমায়ুন কবীরকে মন্ত্রী করতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়। মন্ত্রিসভার রদবদলের সম্ভাব্য তারিখ ২১ নভেম্বর। এবারের মন্ত্রিসভার রদবদলে চমক হিসাবে থাকতেই পারে বেশকয়েকটি নতুন মুখ।