resigns as Finance M - Latest News on resigns as Finance M| Breaking News in Bengali on 24ghanta.com
রাইসিনার রেসে নামতে নর্থ ব্লককে বিদায় প্রণবের

রাইসিনার রেসে নামতে নর্থ ব্লককে বিদায় প্রণবের

Last Updated: Tuesday, June 26, 2012, 17:41

দেশের এক নম্বর নাগরিক হওয়ার দৌড়ে সামিল হতে দলীয় রাজনীতির বৃত্তের বাইরে এলেন তিনি। বিদায় জানালেন, ৪ দশকের বর্ণময় রাজনৈতিক জীবনকে। মঙ্গলবার বিকেলে কেন্দ্রীয় অর্থমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেওয়ার জন্য প্রধানমন্ত্রীর বাসভবনের উদ্দেশ্যে রওনা হওয়ার আগে নর্থ ব্লকের বাইরে অপেক্ষারত সংবাদমাধ্যমের প্রতিনিধিদের প্রণব মুখোপাধ্যায় ঘোষণা করলেন, নতুন পথে যাত্রা শুরু করতে তিনি প্রস্তুত।