retail business - Latest News on retail business| Breaking News in Bengali on 24ghanta.com
উচ্ছ্বসিত ওয়াল-মার্ট ধীরেই পা ফেলতে চায়

উচ্ছ্বসিত ওয়াল-মার্ট ধীরেই পা ফেলতে চায়

Last Updated: Monday, September 17, 2012, 09:28

কেন্দ্রের সবুজ সঙ্কেতের পর, এদেশে খুচরো ব্যবসায় আগ্রহী বিশ্বের সব চেয়ের বড় `রিটেইল` সংস্থা ওয়াল-মার্ট। ভারত সরকারের সিদ্ধান্তে দারুণ খুশি ওয়াল-মার্ট। ভারতী গোষ্ঠীর সঙ্গে যৌথভাবে ইতিমধ্যেই ভারতে পাইকারি ব্যবসা করে সংস্থাটি।