Last Updated: Saturday, October 8, 2011, 15:19
টানা তিনমাস পেনশন পাচ্ছেন না সিএসটিসির ছ হাজার অবসরপ্রাপ্ত কর্মী। চরম আর্থিক সঙ্কটের মধ্যে দিন কাটছে তাঁদের। আর্থিক সঙ্কটে নাজেহাল হয়ে সেপ্টেম্বর মাসের
চোদ্দ তারিখ আত্মহত্যাও করেছেন একজন। ইতিমধ্যেই পরিবহণ দফতর রাজ্যের পাঁচটি পরিবহণ সংস্থাকে চিঠি দিয়ে জানিয়েছে পেনশনের দায়ভার বহন করবে না সরকার। সরকারের এই নির্দেশিকার পর শুধু সিএসটিসি নয় চরম আশঙ্কায় দিন কাটাচ্ছেন রাজ্যের সব পরিবহণ সংস্থার অবসরপ্রাপ্ত কর্মীরা।গত জুন মাস থেকে পেনশন বন্ধ হয়ে যায় ছ হাজার অবসরপ্রাপ্ত কর্মীর।