Last Updated: Tuesday, March 25, 2014, 11:40
দলীয় কর্মীদের বুথ দখল, রিগিংয়ের পরামর্শ দিলেন সৌগত রায়। বরাহনগরের প্রগতি সংঘের মাঠে গতকাল কর্মিসভায় তিনি দাবি করেন, ২০০৯-এর ভোটে ওই এলাকায় বুথ দখল করেছিল সিপিআইএম। ওই ঘটনা মনে করিয়ে পাল্টা বুথ দখলের পরামর্শ দিলেন প্রবীণ এই তৃণমূল নেতা। গত লোকসভা ভোটে দমদম কেন্দ্র থেকেই ভোটে জিতেছিলেন সৌগত রায়।