river bank erosion - Latest News on river bank erosion| Breaking News in Bengali on 24ghanta.com
ভাঙনের কবলে মালদার মানিকচকের গঙ্গার পাড়

ভাঙনের কবলে মালদার মানিকচকের গঙ্গার পাড়

Last Updated: Friday, May 10, 2013, 11:10

মালদার মানিকচকে শুরু হয়েছে গঙ্গার ভাঙন। ভাঙনের কবলে পড়ে ইতিমধ্যেই তলিয়ে গেছে প্রায় একশো মিটার এলাকা। গ্রামবাসীদের আশঙ্কা ভাঙন বাড়তে থাকলে তলিয়ে যেতে পারে ঘরবাড়ি। জেলাশাসকের আশ্বাস, কয়েকদিনের মধ্যেই শুরু হয়ে যাবে পার বাধানোর কাজ।