Last Updated: Thursday, March 6, 2014, 10:37
অনুকূলকে মনে আছে? সত্যজিৎ রায়ের ছোট গল্পের সেই রোবট? যে মানুষের মত হাঁটে, কথা বলে, তার সব আচার আচরণ এমনকি অনুভূতিও মানুষের মতই। শুধু অনুকূল কেন দেশি-বিদেশি গুচ্ছ গুচ্ছ কল্পবিজ্ঞানের গল্প আর সিনেমায় বার বার উঠে এসেছে মানুষের মত রোবটের কথা। এবার কল্প বিজ্ঞানের পাতা থেকে এক লাফে বাস্তবে চলে এল সেই রোবট। আলাপ করুন চার্লির সঙ্গে। যন্ত্রমানব হলেও চার্লি কিন্তু হাঁটতে, কথা বলতে, গাইতেও পারে। অনায়াসে চিনে নিতে পারে মানুষের অনুভূতি। আইআইটি-এর প্রাক্তনী বর্তমানে অস্ট্রেলিয়ার লা ট্রোব বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রাজীব খোসলা মানুষের পৃথিবীর সঙ্গে তাল মেলানো এই যন্ত্রমানবকে তৈরি করেছেন। মস্তিষ্কের আঘাত, ডিমেনসিয়া, অটিসিম-এর মত কঠিন অসুখে আক্রান্তদের সাহায্য করার ক্ষমতা রাখে চার্লি। চার্লি হয়ে উঠতে পারে বৃদ্ধ বয়সের অবলম্বনও।