Last Updated: Saturday, August 10, 2013, 17:28
খুশির ইদ বাদশা খানের হাসি বেশ খানিকটা চওড়া করল। সমস্ত রেকর্ড ভেঙে রিলিজের প্রথম দিনেই শাহরুখ খানের নতুন ছবি চেন্নাই এক্সপ্রেস ৩৩ কোটি ১০লক্ষ টাকা ব্যবসা করল। এখনও পর্যন্ত রোহিত শেট্টির `কাতুকুতু` কমিক সিরিজের নতুন সংযোজন ৩৯কোটি ৪৫ লক্ষ টাকার ব্যবসা করেছে।