Last Updated: Thursday, March 6, 2014, 12:01
অনেকটা বিখ্যাত হলিউডি সিনেমা `কিউরিয়াস কেস অফ বেঞ্জামিন বাটন` -এর বাস্তবে অবতরণ। সিনেমায় দেখা গিয়েছিল সময়ের সঙ্গে বয়স উল্টো দিকে হেঁটে ক্রমশ ছোট হয়েছেন ব্র্যাড পিট। অনেকটা সেই রকমই এক জনের দেখা মিলল ছত্তিসগড়ে। সময়ের সঙ্গে সঙ্গে যাঁর বয়স না কমলেও কমেছে উচ্চতা। ছত্তিসগড়ের জঞ্জির-চম্পার রুদ্র প্রতাপ রাঠোর। ৩০ বছরের এই যুবকের গত ২০ বছরে শরীরের হাড় ক্রমাগত কুঁচকে যাওয়ার ফলে এখন উচ্চতা গিয়ে পৌঁছেছে মাত্র দু`ফুটে।