Last Updated: Wednesday, June 19, 2013, 11:50
আরও ভয়ঙ্কর হয়ে উঠেছে উত্তর ভারতের বন্যা পরিস্থিতি। বৃষ্টি, ধস ও হরকা বানে কমপক্ষে একশো একত্রিশজনের মৃত্যু হয়েছে। যার মধ্যে উত্তারাখণ্ডেই প্রাণ হারিয়েছেন ১০২জন। বন্যায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত উত্তরাখণ্ডের রুদ্রপয়াগ। সেখানে ৭৩টিরও বেশি বাড়ি ভেঙে পড়েছে। হড়কা বানে ক্ষতিগ্রস্ত কেদারনাথের মন্দির। কেদার নাথ থেকে পঞ্চাশটিরও বেশি মৃতদেহ পাওয়া গিয়েছে। এখনও ৫০০ জনের খোঁজ মেলেনি । উদ্ধারকাজে নামানো হয়েছে সেনাবাহিনীর পাঁচ হাজার জওয়ান। নামানো হয়েছে বারোটি হেলিকপ্টার। মোট ৬০০০ মানুষ আঁটকে আছেন উত্তরাখণ্ডে। এঁদের মধ্যে ১৭০০ জন বাংলার। এখনও নিখোঁজ বহু মানুষ।