Last Updated: Sunday, January 29, 2012, 17:20
খামের ওপর রঙিন, বড় বড় হরফে লেখা ছিল ভিতরে কোন বিষয়ের প্রশ্ন আছে। কিন্তু সেই লেখা না পড়েই গত বছর এক পরীক্ষার দিনে অন্য পরীক্ষার প্রশ্ন খুলেছিলেন শিক্ষকরা। ফলে ফাঁস হয়ে গিয়েছিল প্রশ্নপত্র। এবার এই ঘটনার পুনরাবৃত্তি এড়াতে অভিনব উদ্যোগ নিল মধ্যশিক্ষা পর্ষদের। এবার প্রত্যেক বিষয়ের প্রশ্নপত্রের খামের রংই আলাদা করে দেওয়া হয়েছে। যাতে খামের ওপরের লেখা না পড়েও শুধুমাত্র খামের রং দেখেই বোঝা যায় ভিতরে কোন বিষয়ের প্রশ্নপত্র আছে।