Last Updated: Friday, November 23, 2012, 14:16
কসাভের ফাঁসির পর থেকেই উঠেছিল প্রশ্নটা। আশঙ্কা শুরু হয়েছিল, ভারতে পাক জঙ্গীর মৃত্যুদণ্ডের দায় না বইতে হয়
পাকিস্তানে চর সন্দেহে বন্দি সরাবজিত সিংকে। সেই জল্পনার চোরাস্রোতকে স্তিমিত করে আজ পাকিস্তানের অভ্যন্তরীণ
মন্ত্রী রেহমান মালিক শুক্রবার জানিয়ে দিলেন আজমল কসাভের ফাঁসির সঙ্গে সরাবজিত সিং-এর মুক্তির কোনও
সম্পর্ক নেই।