Last Updated: Tuesday, January 8, 2013, 17:06
নরওয়ে সন্তানকাণ্ডে ফের জটিলতা। মঙ্গলবার অভিজ্ঞান ও ঐশ্বর্যকে কাকা
অরুনাভাস ভট্টাচার্যের কাছ থেকে নিয়ে যান বর্ধমান চাইল্ড ওয়েলফেয়ার কমিটির
সদস্যরা। সঙ্গে ছিলেন সাগরিকা এবং কুলটি থানার পুলিস। এদিকে এদিনই এনিয়ে
সাগরিকার দায়ের করা মামলার শুনানি ছিল হাইকোর্টে। এঘটনা জানার পর আদালত দুই
সন্তানকে ফের কাকার হেফাজতে বুধবারের মধ্যেই ফেরানোর নির্দেশ দিয়েছে
আদালত।