Last Updated: Monday, June 24, 2013, 10:58
পঞ্চায়েত ভোট শেষ না হওয়া পর্যন্ত সিপিআইএম যেখানেই সভা করবে, সেখানে হামলা চালাবে তৃণমূল। সিপিআইএম নেতাকর্মীদের গাছে বেঁধে পেটানো হবে। বর্ধমানের প্রকাশ্য সভায় হুমকি দিলেন তৃণমূল নেতা সজল পাঁজা। মন্তেশ্বর বাজারে দাঁড়িয়ে সজল পাঁজার হুমকি, এবার থেকে সিপিআইএম কর্মীরা যেন দেখেশুনে পথ চলেন। কারণ রাস্তায় তাঁদের পিঠে লাঠি ভাঙতে পারে তৃণমূল কর্মীরা।