Last Updated: Saturday, January 5, 2013, 21:58
আই-লিগের অ্যাওয়ে ম্যাচে সালগাঁওকরের বিরুদ্ধে দুরন্ত জয় পেল ইস্টবেঙ্গলের। মাপুসার দুলের স্টেডিয়ামে ৪-১ গোলে জিতল মরগ্যানের দল। এগারো বছর পর গোয়ার মাটিতে সালগাঁওকরকে হারাল ইস্টবেঙ্গল। সেবার কোচ ছিলেন মনোরঞ্জন ভট্টাচার্য। এদিন দুরন্ত হ্যাটট্রিক করেন এডে চিড্ডি। অপর গোলটি রবিন সিংয়ের। তবে ম্যাচের শুরুতে মার্কাস মাসেরানহেসের গোলে এগিয়ে যায় সালগাঁওকর। প্রথমার্ধের একেবারে শেষ মূহুর্তে দলকে সমতায় ফেরান এডে চিড্ডি।