Last Updated: Tuesday, May 7, 2013, 17:57
এবার দলবদলের বাজারে হটকেক ইউনাইটেড সিকিমের তরুণ ডিফেন্ডার সন্দেশ জিঙ্গান। বাইচুংয়ের দলের হয়ে খেলে নজর কেড়েছেন উনিশ বছর বয়সী পঞ্জাবের এই ডিফেন্ডার। মোহনবাগান, ডেম্পো, সালগাঁওকর সহ পাঁচটি ক্লাবের অফার রয়েছে তার কাছে। এখনও কিছু চূড়ান্ত না করলেও, কলকাতায় খেলার ইচ্ছা রয়েছে তরুণ এই ডিফেন্ডারের।