Last Updated: Saturday, June 8, 2013, 10:08
তৃণমূল কর্মীদের হাতে ২৪ ঘণ্টার সাংবাদিক আক্রান্ত হওয়ার ঘটনায় শাসকদলের ভূমিকা নিয়েই প্রশ্ন তুললেন কবি শঙ্খ ঘোষ। শাসকদলের তীব্র সমালোচনা করে তিনি প্রশ্ন তুলেছেন দলের কোনও নিয়ন্ত্রণ নেই, নাকি দলের নির্দেশেই এই বীভত্সতা? সমালোচনায় সরব হয়েছেন তৃণমূল সাংসদ কবীর সুমন থেকে বিশিষ্টজনেরা। কলকাতা প্রেস ক্লাব ও ক্যালকাটা জার্নালিস্ট ক্লাবের তরফে দোষীদের অবিলম্বে শাস্তির দাবি জানানো হয়েছে।