Last Updated: Tuesday, May 29, 2012, 19:38
প্রধানমন্ত্রী মনমোহন সিংকে `দুর্নীতিগ্রস্ত` মন্ত্রীদের তালিকায় রাখার সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে টিম আন্না থেকে দূরত্ব তৈরি করলেন সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি সন্তোষ হেগড়ে। অন্যদিকে মঙ্গলবার মায়ানমার থেকে দেশে ফেরার পথে নিজের বিমানে সংবাদমাধ্যমের প্রতিনিধিদের মুখোমুখি হয়ে প্রধানমন্ত্রী মনমোহন সিং জানান, তাঁর বিরুদ্ধে টিম আন্নার তোলা দুর্নীতির অভিযোগ প্রমাণ হলে রাজনীতি থেকে সন্ন্যাস নেবেন।