sarba siksha mission - Latest News on sarba siksha mission| Breaking News in Bengali on 24ghanta.com
জমি জটের কোপে এবার সর্বশিক্ষা মিশন

জমি জটের কোপে এবার সর্বশিক্ষা মিশন

Last Updated: Sunday, October 28, 2012, 10:08

জমি জটে আটকে সর্বশিক্ষা মিশনের উচ্চ প্রাথমিক স্কুল নির্মাণের কাজ। দক্ষিণ দিনাজপুরে ১৩৬টি স্কুল চালু করার অনুমতি ছিল। তবে গত এক বছরে মাত্র ৩৫টি স্কুলের জন্য জমি পাওয়া গেছে। এই অবস্থায় প্রকল্প হাতছাড়া হওয়ার আশঙ্কা রয়েছে। যদিও আগামী মার্চের মধ্যেই লক্ষ্যমাত্রা পূরণে আশাবাদী জেলা প্রশাসন।