sarshuna - Latest News on sarshuna| Breaking News in Bengali on 24ghanta.com
সন্তোষপুরের ছায়া সরশুনায়, প্রতিবাদে স্থানীয় বাসিন্দারা

সন্তোষপুরের ছায়া সরশুনায়, প্রতিবাদে স্থানীয় বাসিন্দারা

Last Updated: Friday, December 21, 2012, 22:00

সন্তোষপুর স্কুল কাণ্ডের সংক্রমণের প্রতিরোধে এবার এগিয়ে এলেন সাধারণ মানুষ।  পাশের দাবিতে আন্দোলনরত ছাত্র ছাত্রীদের পাল্টা দাওয়াই দিলেন এলাকার বাসিন্দারা। সরশুনার শিবরামপুর ননীলাল হাইস্কুলে এবছর উচ্চমাধ্যমিকের টেস্ট পরীক্ষায় বাইশজন ছাত্র-ছাত্রী অকৃতকার্য হয়। আজ সকালে স্কুলে হাজির হয় অকৃতকার্য ছাত্রছাত্রীরা। স্কুলের কাছে দাবি ছিল, অবিলম্বে তাদের পাস করানো হোক। প্রধান শিক্ষক জানিয়ে দেন, পাস করানো কোনওমতেই  সম্ভব নয়। এর পরেই স্কুলের গেটে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করে ওই ছাত্র-ছাত্রীরা।