Last Updated: Saturday, October 20, 2012, 13:26
দীর্ঘ একমাসের লড়াই শেষ। পঞ্চমীর সন্ধেয় ঘোষণা হল বহু প্রতীক্ষিত ২৪ ঘণ্টা মহাপুজোর চূড়ান্ত ফল। দর্শকদের
ভোটের বিচারেই সেরা পাঁচটি পুজোকে বেছে নেওয়া হয়েছে। সেরার সেরা হয়েছে লেক গার্ডেনস্ পিপলস্
অ্যাসোয়িয়েশন। শিল্পের নিরিখে দুর্গাপুজো অনেকদিনই সৃজনশীলতার মঞ্চে পরিণত হয়েছে।