Last Updated: Saturday, October 20, 2012, 17:05
আজ মহাষষ্ঠী। মণ্ডপে মণ্ডপে দেবীর বোধন শুরু। হুগলির ডানকুনি ভাতৃ সঙ্ঘের এবারের থিম ভিক্টোরিয়া মেমোরিয়াল। প্রতিমা কৃষ্ণনগরের। এই পুজোর বয়স ৩৯ বছর। কালিপুর স্পোর্টিং ক্লাবের থিম বৌদ্ধ মনেস্ট্রি। উঠে এসেছে বৌদ্ধ সংস্কৃতি। প্রতিমা এখানে শান্তিরুপে বিরাজ করছেন। সবুজের মাঝে মা এসেছেন বীরাঙ্গনা সাজে। চণ্ডিতলা নবজাগরণ সঙ্ঘের এবারের পুজোর থিম। মণ্ডপ সাজানো হয়েছে ঘাস দিয়ে।