Last Updated: Wednesday, November 16, 2011, 13:07
চারদিকে জল থৈ থৈ। কোনওরকমে একটা উঁচু জায়গা খুঁজে আশ্রয় নিয়েছিল ওরা। কিন্তু, না খেয়ে আর কতদিন? শেষপর্যন্ত এল সাহায্য। তাইল্যান্ডে বন্যার জলে আটকে পড়া প্রায় তিনশো কুকুরের কাছে খাবার নিয়ে হাজির হল একটি স্বেচ্ছাসেবী সংগঠন।