Last Updated: Wednesday, November 16, 2011, 16:40
সংসদে আস্থা ভোটে ঘুষ কাণ্ডে অভিযুক্ত ছ'জনের জামিন মঞ্জুর করল দিল্লি হাইকোর্ট। এই তালিকায় রয়েছেন তিহার জেলে বন্দি পাঁচ অভিযুক্ত-লালকৃষ্ণ আডবাণীর প্রাক্তন রাজনৈতিক সচিব সুধীন্দ্র কুলকার্নি, বিজেপির দুই প্রাক্তন সাংসদ ফগ্গন সিং কুলাস্তে এবং মহাবীর সিং ভগোড়া, বিজেপির প্রাক্তন যুবনেতা সুহেল হিন্দুস্তানী এবং অমর সিং ঘনিষ্ঠ সঞ্জীব সাক্সেনা।