sbstc - Latest News on sbstc| Breaking News in Bengali on 24ghanta.com
বন্ধ বেতন, আর্থিক অনটনে আত্মহত্যা সিটিসি কর্মীর

বন্ধ বেতন, আর্থিক অনটনে আত্মহত্যা সিটিসি কর্মীর

Last Updated: Sunday, November 25, 2012, 10:09

শেষ পর্যন্ত মৃত্যু হল সিটিসির কর্মী গোপালচন্দ্র দের। মঙ্গলবার রাতে গায়ে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন তিনি। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছিল। দীর্ঘদিন ধরে বেতন পাচ্ছিলেন না বেলগাছিয়া ট্রাম ডিপোর স্টোর হেল্পার গোপালবাবু। বকেয়া পাওনা ছিল আরও কিছু। রাজ্যের ৫টি রাষ্ট্রায়ত্ত্ব পরিবহণ নিগমের সঙ্কট চরমে।