Last Updated: Monday, May 7, 2012, 13:47
গুজরাট সরকার এবং সুপ্রিম কোর্ট নিযুক্ত সিট-এর তরফে আপত্তি তোলা হয়েছিল। কিন্তু তা উপেক্ষা করেই গোধরা পরবর্তী দাঙ্গাপর্বের গুলবার্গ সোসাইটি গণহত্যাকাণ্ডের সিট-রিপোর্ট জাকিয়া জাফরির হাতে তুলে দিল আমদাবাদ মেট্রোপলিটন আদালত। মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদী-সহ মোট ৫৮ জন অভিযুক্তকেই ক্লিনচিট দেওয়া এই রিপোর্ট নিয়ে আগামী ১০ মে শুনানি হবে আদালতে।