Last Updated: Tuesday, November 6, 2012, 15:40
বিসর্জনের সুরেই মিশে থাকে এর আগমনী বার্তা। মন খারাপের মধ্যেও মিশে থাকে মুক্তির স্বাদ। তিন মাস হেসে খেলে রোদ পোহানোর কথা ভাবলেই একরাশ খুশিতে ভরে ওঠে মন। হাত, পা ছোঁড়ার সুযোগ পায় বাক্স বন্দি গরম পোষাকগুলোও।