Last Updated: Wednesday, September 18, 2013, 11:52
স্কুলের মধ্যেই প্রসব যন্ত্রনায় ছটফট করছিলেন শিক্ষিকা ডিয়ানে ক্রিস ভিরামেনি। ডাক্তাররা বলেছিলেন, তাঁর সন্তানের পৃথিবীর আলো দেখতে দিন সাতেক লাগবে। সে শুনেই কর্তব্য পালন করতে কিছুটা ঝুঁকি স্কুলে এসেছিলেন শিক্ষিকা। কিন্তু ক্লাসের হঠাত্ই শুরু হল দারুণ যন্ত্রনা।