Last Updated: Wednesday, November 27, 2013, 00:02
সাতাত্তর বছর বয়সে জন্মের শংসাপত্র হাতে পেলেন প্রখ্যাত সাংবাদিক মার্ক টুলি। মঙ্গলবার কলকাতা পুরসভা থেকে তিনি এই শংসাপত্র নেন। বহু বছরের পুরনো রেকর্ড ঘেঁটে জন্মের শংসাপত্র তৈরি করে দিতে পেরে খুশি কলকাতা পুরসভা। সময় লেগেছে তিন মাস।উনিশশো পঁয়ত্রিশ সালের চব্বিশে অক্টোবর কলকাতার ছ নম্বর রিজেন্ট পার্কে জন্ম হয় মার্ক টুলির।