Last Updated: Tuesday, December 24, 2013, 15:56
যৌন হেনস্থায় অভিযুক্ত অশোক গাঙ্গুলির ইস্তফার দাবিতেই অনড় রাজনৈতিক দলগুলি। অধিকাংশ রাজনৈতিক দলেরই যুক্তি, আগে নৈতিকতার প্রশ্নে পশ্চিমবঙ্গের মানবাধিকার কমিশনারের পদ ছাড়ুন অবসরপ্রাপ্ত বিচারপতি। তারপর নিজেকে নির্দোষ প্রমাণ করার লড়াই লড়ুন তিনি। অভিযোগকারিণীকেও সরাসরি পুলিসে অভিযোগ দায়ের করার পরামর্শ দিয়েছেন কেউ কেউ।