Last Updated: Tuesday, August 14, 2012, 00:00
ইলিনা ডি`ক্রুজের বলিউডের প্রথম ছবি `বরফি` আর কিছুদিনের মধ্যেই মুক্তি পাবে। তার আগেই ইলিনার পরবর্তী ছবির গুঞ্জন শুরু হয়ে গিয়েছে।
ছবির নাম `ফাটা পোস্টার নিকলা হিরো`। ছবিতে তাঁর বিপরীতে অভিনয় করবেন শহিদ কাপুর। পরিচালক রাজকুমার সন্তোষী অবশ্য ছবির চিত্রনাট্য বা শহিদ-ইলিনার চরিত্র নিয়ে এখনই মুখ খুলতে নারাজ। তবে তিনি জানান ছবিটি একেবারেই বলিউডি কায়দায় দর্শকদের মনোরঞ্জন করবে।