shib sena - Latest News on shib sena| Breaking News in Bengali on 24ghanta.com
সেনা-প্রধান সঙ্কটজনক, মূহ্যমান মুম্বই

সেনা-প্রধান সঙ্কটজনক, মূহ্যমান মুম্বই

Last Updated: Thursday, November 15, 2012, 20:02

মারাঠা সমাজের `বেতাজ বাদশা` সঙ্কটজনক, এই খবর ছড়িয়ে পড়তে বুধবার রাতেই তাঁকে দেখতে গিয়েছিলেন আমিতাভ বচ্চন। বৃহস্পতিবার দুপুরেই বাবা সেলিম খান ও ভাই আরবাজের সঙ্গে মাতশ্রীতে উপস্থিত সলমন খান। অভিনেতা তথা পরিচালক মহেশ মঞ্জরেকর, মধুর ভান্ডরকর, নানা পাটেকর, বাপি লাহিড়ি, শিল্পপতি রাহুল বাজাজ, বেনুগোপাল ধুত, বিজেপি সভাপতি নিতিন গড়করি, মহারাষ্ট্র বিধান পরিষদের বিরোধী দলনেতা বিনোদ তাওড়ে সহ বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্টবর্গ তাঁকে দেখতে উপস্থিত হন।